আটপৌরে কবিতাগুচ্ছ- ৯/২ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu
১. থাবার অন্তর্গত থাবা
দাঁড়িগোঁফ । মরুটাক । ঘাটপিছল-দাঁত ।
মরণশামুকের
খোলসের ভিতরবার পাশের ঘরটি ।
২. পোষা মাথার ছক
সন্ধিতে । যুদ্ধে । সমাচরণে ।
ফর্সাফাই
করি ক্রশ -মিত্র দিয়ে ক্রশ - মিত্রর ।
৩. উপহার আসে মহাকাশ বেয়ে
উঠোনজোড়া । খড়মহিমান্বিত । কাঠামোখানি ।
কাদাপ্রলেপ
বিসর্জিত মূর্তির শরীরে নিলাম।
দাঁড়িগোঁফ । মরুটাক । ঘাটপিছল-দাঁত ।
মরণশামুকের
খোলসের ভিতরবার পাশের ঘরটি ।
২. পোষা মাথার ছক
সন্ধিতে । যুদ্ধে । সমাচরণে ।
ফর্সাফাই
করি ক্রশ -মিত্র দিয়ে ক্রশ - মিত্রর ।
৩. উপহার আসে মহাকাশ বেয়ে
উঠোনজোড়া । খড়মহিমান্বিত । কাঠামোখানি ।
কাদাপ্রলেপ
বিসর্জিত মূর্তির শরীরে নিলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন