আটপৌরে কবিতাগুচ্ছ- ৮/৩ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems, Debjani Basu
১. ফুলের রাজা খুব দেয়
ধ্রুবতারা । চঞ্চল । প্রতিশ্রুতিহীন ।
প্রেমেঅপ্রেমে
বাজে গুঞ্জাফুলের অদেখা আহ্লাদ।
২. অনুকারধ্বনি ছাড়া কিছু নেই
সামনে । পিছনে । ডানে ।
একটুখানি
বামে প্রতিদিন সিঁড়ি ভাঙাভাঙি।
৩. জরাকারুণ্যে ভাসে আধারমায়া
আলোছায়া। স্বর্ণমায়া । মোমস্মৃতি ।
মূর্তিকা
কালোমেঘ উড়িয়ে সাদামেঘ এল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন