আটপৌরে কবিতা ৬৮৫-৬৮৭ || অলোক বিশ্বাস Alok Biswas || "i-যুগ"-এর কবিতা || Atpoure poems.
৬৮৫.
আপেলের শরীরে ক্ষত,
অনেকটা
তোমার হৃদয়ের বোধের মতো
৬৮৬.
যে যার মতো
জ্বলছে,
নিজ সাধ্যে আগুন নেভাচ্ছে
৬৮৭.
ভাতের সঞ্চারী পেতে,
ধানের
মতো চলেছি পৃথক মতে
ভাতের ভোগারতি বাড়ুক
উত্তরমুছুন