শব্দব্রাউজ ১৭৪ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar
শব্দব্রাউজ ১৭৪ । নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড ৭।৫। ২০২১ । সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট । একজন মানুষের হাজারো প্রয়োজন থাকে । তার জন্যে সম্ভার লাগে ।
সেসব সম্ভার কখনো সখনো প্রিয় হয়ে যায় ।
শব্দসূত্র: প্রয়োজনীয় সম্ভার
প্রয়োজনীয় বিষয়বস্তু নিয়ে
পার্থিব সমস্ত ধরে আছি ।
প্রয়োজনীয় পার্থিবতা জড়ায় ।
মায়া আনে ।
সম্ভার যত থাক তত চাওয়া
বেড়ে যায় । আসে লোভ।
আসে চাওয়া । আসে প্রিয়তা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন