শব্দব্রাউজ ১৭১ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar
শব্দব্রাউজ ১৭১ । নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ৪।৫।২১। সকাল সাড়ে আটটায় । নিজের মনকে হারানো ও খোঁজার ভেতরে আশ্চর্য আনন্দ আছে । মন হারায় আবার ফেরত আসে এই নিয়ে জীবনের চলাচল ।
শব্দসূত্র : নিজেকে হারাই , খুঁজি
প্রতিদিন নিজেকে হারানোর
ভেতর চিন্তাহীনতা মনের সামনে
জমা হয় । তত্ত্বকথা ছুঁড়ে ফেলে
মেশাই অবোধ উচ্ছ্বাসে ।
হারাই বলেই, কি আনন্দ আকাশে
বাতাসে । বাস্তবের বাইরের জগৎ
মনের কোনে উঁকি মারে ।
কি খুঁজি আমি দু চোখের মধ্যে
দিয়ে? চলচ্চিত্রের মতো সরে সরে
যায় প্রকৃতি দৃশ্য । সে দৃশ্য অহৈতুকি
হয়ে জীবনে যাওয়া আসা করে ।
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ৪।৫।২১। সকাল সাড়ে আটটায় । নিজের মনকে হারানো ও খোঁজার ভেতরে আশ্চর্য আনন্দ আছে । মন হারায় আবার ফেরত আসে এই নিয়ে জীবনের চলাচল ।
শব্দসূত্র : নিজেকে হারাই , খুঁজি
প্রতিদিন নিজেকে হারানোর
ভেতর চিন্তাহীনতা মনের সামনে
জমা হয় । তত্ত্বকথা ছুঁড়ে ফেলে
মেশাই অবোধ উচ্ছ্বাসে ।
হারাই বলেই, কি আনন্দ আকাশে
বাতাসে । বাস্তবের বাইরের জগৎ
মনের কোনে উঁকি মারে ।
কি খুঁজি আমি দু চোখের মধ্যে
দিয়ে? চলচ্চিত্রের মতো সরে সরে
যায় প্রকৃতি দৃশ্য । সে দৃশ্য অহৈতুকি
হয়ে জীবনে যাওয়া আসা করে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন