শব্দব্রাউজ ১৭০ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar
শব্দব্রাউজ ১৭০ । নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ৩। ৫।২০২১ দুপুর সাড়ে এগারোটায় । আজকের খবরের কাগজের বিজ্ঞাপনের বহর দেখে কথাটা মাথায় এলো । তাই থেকে শব্দব্রাউজ ।
শব্দসূত্র: ভোর থেকে বিজ্ঞাপন
১। বিজ্ঞাপনে ভোর থেকে চোখ রাখি ।
দিন থেকে রাত । হা হা হেসে ওঠে
বিবেক ।
২। ভোর থেকে পণ্য বালিকারা
হাসি আর 'প্রগতি' দেখায় ।
৩। হকার ছুঁড়ে দেয় বিজ্ঞাপন
লুফে নিই । নিজেকে জুড়ি তাতে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন