সোমবার, ৩ মে, ২০২১

শব্দব্রাউজ ১৬৯ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar

  শব্দব্রাউজ ১৬৯ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar



 
শব্দব্রাউজ ১৬৯ । নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড  ৩। ৫। ২০২১ সকাল আটটা পন্ঞ্চাশ মিনিট । দিন যায় বসে থাকলেও আবার কাজ করলেও । সেকেন্ড মিনিট ঘন্টা দিয়ে গড়া এই সময় কেমন করে যেন আমাদের সঙ্গে অঙ্গাঙ্গী হয়ে গেছে ।


শব্দসূত্র  : বসে বসে দিন


বসে থাকা কিংবা কাজের ভেতর
দিয়ে নির্বিবাদে চলে যায় সময় ।
কি সুন্দর আমাদের সঙ্গে মিশে থাকে
অতীত বর্তমান ভবিষ্যত ।

বসে থাকার ভেতর দিয়ে হরেক চিন্তা
করিয়ে নেয় সময় । আমরা সত্যি কি
সময়ের দাস !

দিন যায় আবার আসে আবার যায় ।
এভাবে মিশে থাকতে থাকতে নিজেকে
খুঁজি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...