শব্দব্রাউজ ১৯৪ ৷। নীলাঞ্জন কুমার Nilanjan Kumar
শব্দব্রাউজ ১৯৪ । নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৭।৫।২০২১সকাল দশটা দশ মিনিট । দিন যে কি করে চলেই যাচ্ছে তা নিয়ে ভাবতে গিয়ে বিস্ময় লাগে । কারো সময় কাটাতে চায় না আবার কারো হুশ করে উধাও ।
শব্দসূত্র : যাক যাক দিন
১।
যাক হুশ করে জীবন ,
দুরন্ত সময় হেসে খেলে যাক ।
২।
দূর হোক স্থিরতা, কোন
স্থির সময় লক্ষ্য নয় ।
৩।
দিন গুনতে চাই না,
বিষাদ স্মৃতি এসে পড়ে ।
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড কলকাতা । ২৭।৫।২০২১সকাল দশটা দশ মিনিট । দিন যে কি করে চলেই যাচ্ছে তা নিয়ে ভাবতে গিয়ে বিস্ময় লাগে । কারো সময় কাটাতে চায় না আবার কারো হুশ করে উধাও ।
শব্দসূত্র : যাক যাক দিন
১।
যাক হুশ করে জীবন ,
দুরন্ত সময় হেসে খেলে যাক ।
২।
দূর হোক স্থিরতা, কোন
স্থির সময় লক্ষ্য নয় ।
৩।
দিন গুনতে চাই না,
বিষাদ স্মৃতি এসে পড়ে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন