শব্দব্রাউজ ১৯২ ৷। নীলাঞ্জন কুমার Nilanjan Kumar
শব্দব্রাউজ ১৯২ । নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ২৫।৫।২০২১ সকাল সাড়ে আটটায় । আমাদের বর্হিগত উচ্ছ্বাস থেকে অন্তর্গত উচ্ছ্বাসে জোর বেশি । এই নিয়ে আমাদের অভিজ্ঞতা বাড়ে । নতুন শিক্ষা হয়।
শব্দসূত্র : অন্তর্গত উচ্ছ্বাস
বেশ নতুন করে অন্তর্গত উচ্ছ্বাসের
সামনে দাঁড়াই । ভেতরে চিৎকার করি
কেবলমাত্র নিজের জন্য ।
বাইরের উচ্ছ্বাস মাঝে মধ্যে বিরক্তি
আনে । ছুঁয়ে থাকতে চাই মানুষের
মন। উচ্ছ্বাসের মানে খোঁজার কোন
প্রয়োজন বুঝি না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন