শব্দব্রাউজ ১৬৮ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar
শব্দব্রাউজ ১৬৮। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ১।৫।২১ সকাল ৯ টা । ছুঁয়ে থাকার ভেতরে আবেগ কাজ করে । সেই আবেগ ক্ষণস্থায়ী হলেও সুখকর ।
শব্দসূত্র: নে ছুঁয়ে যা
নে যে যেখানে আছিস
সেখান থেকে বেরিয়ে মিশে
যা অনন্তে। নে ছুঁয়ে যা
আমার প্রিয় পথ ।
ছুঁয়ে থাকি কারো শরীর ,
কারো মন, ছুঁয়ে হৃদয়,
পরস্পরের ভেতরকার
প্রেম । ছুঁই একরাশ আনন্দ
প্রিয়তার সঙ্গে ।
যা ডুবে যাওয়া দিন থেকে
আবার ভেসে ওঠ্ । যা
প্রিয় মন খুঁজে নে ।
নির্ভুল ভাবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন