মঙ্গলবার, ১১ মে, ২০২১

শব্দব্রাউজ ১৭৭ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar

 শব্দব্রাউজ ১৭৭ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar

শব্দব্রাউজ ১৭৭ । নীলাঞ্জন কুমার



বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ১০।৫।২১। সকাল সাতটা দশ মিনিট । বিষয়সূচি দেখে আমরা পড়তে ভালোবাসি । এর মধ্যে বাছাইয়ের প্রশ্ন থেকে যায় ।

শব্দসূত্র  :  উচ্ছ্বসিত বিষয়সূচি



উচ্ছ্বসিত হওয়ার মতো সবকিছু টানে ,
তাকে নিয়ে ভাবনা ভাবতে ভালো লাগে ।


বিষয়সূচির ভেতরে সাজানো থাকে যাবতীয়
নৈপুণ্য । তাকে ধরি ছাড়ি । ভেতরের প্রশ্ন যতক্ষণ
উজ্জ্বীবিত করে বইএর পাতা নড়ে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...