শব্দব্রাউজ ১৮৮ ৷। নীলাঞ্জন কুমার Nilanjan Kumar
শব্দব্রাউজ ১৮৮ । নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড । কলকাতা । ২২।৫।২০২১। সকাল ৮টা । বারবার একটি কথা মনে হচ্ছে ' করুণাধারায় এসো ' । অসহ্য গরমের মধ্যেও রবীন্দ্র সঙ্গীত জুড়ে থাকে মনে । তাই নিয়ে শব্দব্রাউজ লেখা হয়ে যায় ।
শব্দসূত্র: করুণাধারায় এসো
করুণা কি সকলে চায়? করুণার ভেতরে অবাক অপমান কারো কারোর ভেতরে কাজ করে । করুণাধারার সঙ্গে ঈশ্বরের করুণার কথা বলা হয় ।
সেখানে কোন অপমান নেই ।
ধারা বৃষ্টি সকলের কাম্য । ঝমঝম শব্দের ভেতর
বারিধারা বেশ লাগে ।
এসো ভরে দাও তৃপ্তি । আসুক শীতল বাতাস ।
বুক ভরে শ্বাস নিই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন