আটপৌরে কবিতাগুচ্ছ- ৩/৫ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু Debjani Basu
আটপৌরে ৩/৫
১. মূল্যায়ন নখের ডগায়
আদরভক্ত । কেলিকেলাষিত। ভালোবাসা ।
নয়নমুকুরে
কামনায় কামলীনায় পরাবাস্তবতার হৃটোন।
২. থরথর কাঁপছ শরীর
খামনীলাকাশ । গৈরিকাচিঠি। আলোছাপাকথা।
আবেগক্রিয়ায়
আলোকবর্ষের দূরত্ব ধুলো গুঁড়ো।
৩. বকলমের পৃথিবী
মান্দারিন- হাঁস । কালো - মুরগি । আকাশমণি -এমু
দাবড়িয়ে
মহাপৃথিবীর অশ্রুর রঙ কালো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন