আটপৌরে কবিতাগুচ্ছ- ৩/৪ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু Debjani Basu
আটপৌরে ৩/৪
১. উড়ন্ত জিমঘর ডাকে
বলনসেয়ে । বারানসী । বেনারস ।
সুতনুকা
এখন নামতা পড়ে জিমঘরের ।
২. সাধের ডিঙা ভাইয়া
লংকাগুঁড়ো । ঘাসবনসমাধি । বনবন্দুক ।
লকলকলকলকে
ঘাসফড়িং চেনে ভোটের রক্ত।
৩. রহস্যময় ততটা নয়
কবিচরিত্র । স্থলপদ্ম । জলপদ্ম ।
কূটাভাষে
যতটা জ্ঞান প্রেম পাশাপাশি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন