আটপৌরে কবিতাগুচ্ছ- ৩/১ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু Debjani Basu
আটপৌরে ৩/৩
১. অসম্পূর্ণতা চেটে খাই
অবচেতন । অবতল । অবরাত্রি ।
মোবাইল- পর্দায়
তর্পণক্রিয়া দেখি নদীর পরিপূর্ণভাবে।
।
২. সহমত চিনে নিও
রাধাগবাক্ষ । আয়ানগবাক্ষ । কৃষ্ণগবাক্ষ ।
রঙরতিয়া
দোলবসন্তে ভ্যানগখ ঘরে এলেন।
৩. লবণাক্ত ধ্বনি শুনি
ঝাউ-চরিত্র । শরীরচূর্ণ । পলাশমতিত্ব ।
সংবেদী
বালুতীর মালাইচাকির গভীরতায় মগ্ন ।
১. অসম্পূর্ণতা চেটে খাই
অবচেতন । অবতল । অবরাত্রি ।
মোবাইল- পর্দায়
তর্পণক্রিয়া দেখি নদীর পরিপূর্ণভাবে।
।
২. সহমত চিনে নিও
রাধাগবাক্ষ । আয়ানগবাক্ষ । কৃষ্ণগবাক্ষ ।
রঙরতিয়া
দোলবসন্তে ভ্যানগখ ঘরে এলেন।
৩. লবণাক্ত ধ্বনি শুনি
ঝাউ-চরিত্র । শরীরচূর্ণ । পলাশমতিত্ব ।
সংবেদী
বালুতীর মালাইচাকির গভীরতায় মগ্ন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন