বুধবার, ৫ মে, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ- 3/1 || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ- ৩/১ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু Debjani Basu


আটপৌরে ৩/১

১. আছে কাগজে বা মগজে

মারপিট । মিলমিশ। ঝগড়াঝাঁটি ।
               বোধিস্তরে
পুট ছক্কা সাজিয়ে পদ্মরাগমণি।

২. বাহ্ বাহ্ বলি বারবার

দীর্ঘশ্বাস । না-বলা-কথা । কুকুরপ্রেমটি ।
               উদাসীনতায়
ভোলামাখন প্রলেপে বিরহ অতুলনীয়।

৩. প্রতিটা মুহূর্ত দরকারি

সাগরনীল । সমুদ্রসবুজ । সিন্ধুমেরুন ।
                  আসঙ্গসঙ্গ
বুকে তুলে দোলায় আমাদের।
               

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...