সোমবার, ৩ মে, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ- ২/৬ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ- ২/৬ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু Debjani Basu


আটপৌরে ২/৬/

১. ক্রমশ ভেসে ওঠা

অন্তরা । অন্তরালে । প্রান্তিক ।
             পিলুনদী - বেগ
ছাপিয়ে উঠছে ষিড়িঙ্গে কঙ্কাল।

২. শূন্যে পৌঁছে যাবে ?

হাজার - হাজার । লাখ - লাখ । কোটি - কোটি ।
                      পর্যন্ত
বিশ্বস্ত মৃত্যু অনায়াসে হাঁটছে।

৩. বুঝি অপাঙ্গের হিংস্রতা

চিঠিউঠি । চুম্বকপাতা । জারুলকে ।
               জীইয়ে- বাজিয়ে
নিঃস্ব হতে হতেও হচ্ছেনা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...