আটপৌরে কবিতাগুচ্ছ- ৬/১ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু Debjani Basu
১. শেষের কথার খোঁজে নেমেছি
মাটিনির্যাস । বক্ষলগ্ন । শেষের ।
কথা
পাখিরা ভাষার সংকেত পাল্টাচ্ছে।
২. প্রতিক্রিয়া দুহাতে চাপি
বোবাযন্ত্রণা । গল্প - ঊষর । পরস্পর ।
টেকটোনিকপ্লেট
ধাক্কা দিয়ে সরে যায়।
৩. অমরতার এপিঠ ওপিঠ
নগ্নমুদ্রা । ভয় । বরাভয় ।
নম্বরপ্রাপ্ত
যা খেলব সব মরণখেলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন