আটপৌরে কবিতাগুচ্ছ- ৫/৫ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু Debjani Basu
১. ভাট বকিবার উৎসব
প্রেমনিশান । অপচয় । অভিনয় ।
পরমভট্টারক
নয়ছয় হয়ে পড়ে রাস্তায়।
২. শিয়ালের মস্তানি
নদীতীর । আমগাছ । বাহুবন্ধন ।
ধূলিশয্যা
রামধনুতে কুড়ি টাকার লোডশেডিং।
৩. সান্ধ্য নমস্কার
অপচ্ছায়া । ফাঁকটুকু । চা-সরবৎ ।
অজুহাত
পুতুলের বুক ছুঁয়ে পাবি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন