আটপৌরে কবিতাগুচ্ছ- ৫/৪ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু Debjani Basu
আটপৌরে ৫ / ৪
১. আশিরনখ তরানা তাড়না
দমদার । খোলা-কীর্তনাঙ্গ। কুমির-সাঁতার ।
দরজা - জানলা
বাজছে আরাধনার সুরে বিপুল ।
২. চল্লিশ ডিগ্ৰির স্বীকারোক্তি
করুণাপাথর । বৌদ্ধিক । হার্দিক ।
জ্বরমাত্রায়
গলে নতুন বাজার আসে।
৩.বোতামের গভীর ছিদ্র
মুখোমুখি । আলোআশা । ওকগাছমুখ ।
মৃত্যুর
নক্ষত্রটি ঘুরতে ঘুরতে বহুদূর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন