আটপৌরে কবিতাগুচ্ছ- ৫/৩ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু Debjani Basu
আটপৌরে ৫/৩
১. জলমহলের নিঃশ্বাসে বাঁচি
জোড়বিজোড় । প্রীতিডোর । ওফেলিয়াভোর ।
খেলায়
বাতিলঝুড়ি থেকে তুলি কবিতা।
২. মহাভাবসম্মিলন
দৃঢ়বন্ধন । বদনমধু । মোহেলিয়ামন ।
কুসুমরূপে
বাঘের গজদন্ত ফুটেছে বনে।
৩. চিন্তাসূত্র ঘটনার অপেক্ষায়
ছালচামড়া। কষাইপাকা - হাত। মরুনয়ন।
গ্ৰহহত্যা
হাঁপরের আপনপর বোধ লাফায়।
১. জলমহলের নিঃশ্বাসে বাঁচি
জোড়বিজোড় । প্রীতিডোর । ওফেলিয়াভোর ।
খেলায়
বাতিলঝুড়ি থেকে তুলি কবিতা।
২. মহাভাবসম্মিলন
দৃঢ়বন্ধন । বদনমধু । মোহেলিয়ামন ।
কুসুমরূপে
বাঘের গজদন্ত ফুটেছে বনে।
৩. চিন্তাসূত্র ঘটনার অপেক্ষায়
ছালচামড়া। কষাইপাকা - হাত। মরুনয়ন।
গ্ৰহহত্যা
হাঁপরের আপনপর বোধ লাফায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন