আটপৌরে কবিতাগুচ্ছ- ৫/২ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু Debjani Basu
আটপৌরে ৫/২
১. তবূ ক্লান্তি আসে না
লাবণ্যসূত্র । সেদ্ধকলম। মৈথুনহারা।
সর্বহারা
বুস্টারডোজের বড় অভাব টাওয়ারে।
২. বিড়ালের ল্যাজে ভোটের অলৌকিকতা
কবিসত্তা । ম্যাজিকরুমাল । নস্যাতপর্ব।
জনগণের
এত লুকানো রাগ ছিল!
৩. প্রশ্নদোষে জর্জরিত
স্বেচ্ছাপলায়ন । অপচ্ছায়া । প্রেমশাসন ।
সপ্তপর্ণীসঙ্গীত
জানিনা কেন এত লুকিয়েছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন