আটপৌরে কবিতাগুচ্ছ- ৪/১ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু Debjani Basu
আটপৌরে ৪/১/
১. হাত বাড়ালেই রঞ্জন
নদীরেখার । কৃষ্ণতমালের । রূপশরতের ।
নীলকণ্ঠসমেত
ডাকাডাকি করি মুগ্ধ পূর্বফল্গুনীদোষে।
২. সাইকেল ফিরে আসুক
জাফরিকাটা । মিসিংলিঙ্ক । কিসমিসহারা ।
চাকালাগা
মনখারাপের বন্দিত্ব কষ্ণচূড়ার আকাশরেখায়।
৩. এখনো এত বাকি আছে!
সখাসখি । চখাচখি । বকমবকি ।
দূষিত
আবহাওয়ায় গান বন্ধ করেছে।
১. হাত বাড়ালেই রঞ্জন
নদীরেখার । কৃষ্ণতমালের । রূপশরতের ।
নীলকণ্ঠসমেত
ডাকাডাকি করি মুগ্ধ পূর্বফল্গুনীদোষে।
২. সাইকেল ফিরে আসুক
জাফরিকাটা । মিসিংলিঙ্ক । কিসমিসহারা ।
চাকালাগা
মনখারাপের বন্দিত্ব কষ্ণচূড়ার আকাশরেখায়।
৩. এখনো এত বাকি আছে!
সখাসখি । চখাচখি । বকমবকি ।
দূষিত
আবহাওয়ায় গান বন্ধ করেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন