আটপৌরে কবিতাগুচ্ছ- ৩/৬ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু Debjani Basu
আটপৌরে ৩/৬
১. ধারাবাহিক
কৃষ্ণচূড়া-মন। অমলতাস-দেহ। ফ্রিজ- অভিমান ।
চিররুগ্নতা
ড্যাফোডিলের ব্যালকোনির আলোকবিন্যাস পড়ি।
২. বিলিয়ে দিচ্ছে কেউ
ফোয়ারাআতুরতা । সমাধিনিমগ্নতা । রক্তছলাতিয়া ।
মহুয়াপ্রধান
কবির অশেষ খেয়ালের সাথে।
৩. অস্ত্র প্রস্তুত রাখি
সাক্ষাৎকার । স্বপ্ন-স্বপ্ন। তস্কর ।
বোবা-আক্রান্ত
হৃৎপিণ্ড ধুকপুক-ধুকপুক ছন্দে চলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন