ঈদের ২টি কবিতা
বিচিত্র কুমার ( বাংলাদেশ )
(০১)
ঈদের খুশি
ঈদের খুশি রাশি রাশি
এলো ত্রিশ রোজা শেষে,
বাঁকা চাঁদ উঠলো হেসে
নীল আকাশের দেশে।
আনন্দ আর উল্লাসে খুশি
পাড়া-প্রতিবেশী,
খুশির ছোঁয়ায় ভাসলো স্বদেশ
ভাসলো দেশবাসী।
(০২)
চাঁদ উঠেছে
নীল আকাশে চাঁদ উঠেছে
ঐ দেখো ভাই ঐ,
খোকা-খুকি পটকা ফুটায়
করে আনন্দে হৈচৈ।
খুশির জোয়ার দিকেদিকে
মনটা নাচে রাতে,
খোকা হাসে খুকি হাসে
বাঁকা চাঁদের সাথে।
ফুল পাখিরা গান ধরেছে
জ্বালাও ঘরে প্রদীপ,
রমজানেরই রোজার শেষে
কালকে খুশির ঈদ।
দুপচাঁচিয়া,বগুড়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন