শব্দব্রাউজ ১৬৪ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar
শব্দব্রাউজ ১৬৪। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ২৭।৪।২১। সকাল সাড়ে আটটায় । সকাল থেকে জীবনের পরিধি নিয়ে ভাবনা চিন্তা চলছে । যার সীমানা পেরিয়ে যাওয়া সহজ বিষয় নয় ।
শব্দসূত্র :: পরিধি সীমানা ছাড়ায়
পরিধি যার যার মতো । সীমানায় বন্দি থাকতে যারা ভালোবাসে,তাদের পরিধি সাজিয়ে গুছিয়ে দিন কাটে।
সীমানা আমাদের ইচ্ছেদাস হলে তাকে বাড়িয়ে বাড়িয়ে সুদূরে মিলিয়ে দিতে পারতাম । হাঃ হাঃ ।
ছাড়িয়ে যেতাম মাধ্যাকর্ষণ । ছাড়াতাম আকাশগঙ্গা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন