শব্দব্রাউজ ১৬৩ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar
শব্দব্রাউজ ১৬৩। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ২৬। ৪। ২০২১ সকাল সাড়ে আটটা । এক ধরনের ভালোবাসাবাসি নিয়ে ভাবনা আসছে মনে । শ্রদ্ধা, স্নেহ ও প্রেমের মধ্যে ভালোবাসার সম্পর্কের অনুঘটক তাড়িত করছে ।
শব্দসূত্র: অবিরাম ভালোবাসাবাসি
অবিরাম স্নেহচ্ছায়া নিয়ে বাঁচার ভেতরে
ভালোবাসা লুকিয়ে । তাকে খুঁজি আর
খুঁজি । এই খোঁজার সময় দুঃখ এসে
গ্রাস করে না । আকাশে বাতাসে আনন্দের
গান বেজে ওঠে ।
ভালোবাসাবাসির সঙ্গে স্নেহ শ্রদ্ধা প্রেম জড়িয়ে ।
কাকে কিভাবে ভালোবাসবো তা কে বেছে দেয়?
কে অলক্ষ্যে দাঁড়িয়ে এ কাজ করে চলে ?
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ২৬। ৪। ২০২১ সকাল সাড়ে আটটা । এক ধরনের ভালোবাসাবাসি নিয়ে ভাবনা আসছে মনে । শ্রদ্ধা, স্নেহ ও প্রেমের মধ্যে ভালোবাসার সম্পর্কের অনুঘটক তাড়িত করছে ।
শব্দসূত্র: অবিরাম ভালোবাসাবাসি
অবিরাম স্নেহচ্ছায়া নিয়ে বাঁচার ভেতরে
ভালোবাসা লুকিয়ে । তাকে খুঁজি আর
খুঁজি । এই খোঁজার সময় দুঃখ এসে
গ্রাস করে না । আকাশে বাতাসে আনন্দের
গান বেজে ওঠে ।
ভালোবাসাবাসির সঙ্গে স্নেহ শ্রদ্ধা প্রেম জড়িয়ে ।
কাকে কিভাবে ভালোবাসবো তা কে বেছে দেয়?
কে অলক্ষ্যে দাঁড়িয়ে এ কাজ করে চলে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন