শব্দব্রাউজ ১৬২ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar
শব্দব্রাউজ ১৬২ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়ার বিপাশা আবাসন কলকাতা ২৫। ৪ । ২১ সকাল সাড়ে আটটা । সুখের বিচিত্র স্বাদ গন্ধ আছে ।।
যা ক্ষণস্থায়ী হলেও আঁকড়ে ধরে থাকে আজীবন । স্মৃতিকে শুধুমাত্র বেদনার করে তোলে না ।
শব্দসূত্র: সুখের স্বাদ গন্ধ
সুখ দিন আমার সঙ্গে হাঁটে
কথা বলে তারপর একদিন
চলে যায় । চমকপ্রদ সুখ তাই
ধরাঅধরার মাঝামাঝি । শুধু
স্মৃতি আটকে থাকে ।
স্বাদ গন্ধ বোঝায় কোনটা সুখ
কোনটা বিষাদ । নিজেকে খুশি
করে তুলি সুখ এলে । স্বাদ গন্ধের
বিচিত্র শক্তি জড়িয়ে থাকে ।
তেঘরিয়ার বিপাশা আবাসন কলকাতা ২৫। ৪ । ২১ সকাল সাড়ে আটটা । সুখের বিচিত্র স্বাদ গন্ধ আছে ।।
যা ক্ষণস্থায়ী হলেও আঁকড়ে ধরে থাকে আজীবন । স্মৃতিকে শুধুমাত্র বেদনার করে তোলে না ।
শব্দসূত্র: সুখের স্বাদ গন্ধ
সুখ দিন আমার সঙ্গে হাঁটে
কথা বলে তারপর একদিন
চলে যায় । চমকপ্রদ সুখ তাই
ধরাঅধরার মাঝামাঝি । শুধু
স্মৃতি আটকে থাকে ।
স্বাদ গন্ধ বোঝায় কোনটা সুখ
কোনটা বিষাদ । নিজেকে খুশি
করে তুলি সুখ এলে । স্বাদ গন্ধের
বিচিত্র শক্তি জড়িয়ে থাকে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন