রবিবার, ২৫ এপ্রিল, ২০২১

শব্দব্রাউজ ১৬১ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar

 শব্দব্রাউজ ১৬১ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar



 শব্দব্রাউজ ১৬১ । নীলাঞ্জন কুমার


তেঘরিয়ার বিপাশা আবাসন কলকাতা ২৪।৪। ২০২১।সকাল সাড়ে আটটা । হাজারো ভাবে রঙ বদলায় । অজান্তে ।  হাজারো রঙের বাহার সাতরঙাতে আবদ্ধ,  তা আমরা ভুলে যাই ।


শব্দসূত্র  : রঙ বদলায়


শুধু শুধু কোন কিছু রঙে রাঙানো হয় না ।
তারও  সুন্দর অসুন্দর আছে । রঙধনুর রঙ
যে প্রকৃতি নিয়ে আসে তা সুন্দরতর। জীবন
রঙিন হয়ে উঠুক এই চাই ।


রঙ বদলে বদলে তার চরিত্র হারায় । রঙ
মিশিয়ে গড়ে তুলি নিজস্ব আকুতি । মন ভালো
করা রঙ আমরাই চাই । আজীবন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...