ঘ্রাণ
।।কার্তিক ঢক্।।
রোদ্দুর জেগে ওঠার আগে
পাখিদের কাছে সা-রে-গা-মা শিখি-
ফুলে দের কাছে কোমলতার বিস্তার ...
অনার্য জীবন চর্চার পটভূমিতে
বয়ে যায় মাধুকরীর হাহাকার-ঘ্রাণ --
উৎসবভাঙা সন্ধ্যার ধূলোয় লেগে থাকে
সেইসব বেসুর গুনগুন!
ঋতুমতী হয়ে প্রতিটি সূর্যোদয় তবু আলো মাখতে শেখায়
বৃষ্টিতে ভিজতে
শেখায়
নব-অন্নের গান গায়তে
শেখায়...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন