আটপৌরে কবিতাগুচ্ছ- ২/৩ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু Debjani Basu
আটপৌরে ২/৩
১. পূর্ণ পুরাণের
পাত্রপাত্রী । বেলাশেষে । পরিবর্তন ।
নাগরদোলায়
আরশোলা ছাড়া জীবন বৃথা।
২. রাতের কাটাকুটি
উড়াল । কাগজ - ব্যাগ । পাঞ্জাবি
শুভেচ্ছা
তরল বইছে জল গড়িয়াহাটে।
৩. তির্যক দাগ খোলে ভালো
গলাটুকু । প্রজাপতির । মুখবন্ধে ।
নয়নসুন্দর
বিজ্ঞাপনের ধুম-ঘুম যেমন হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন