বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ- ২/১ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ- ২/১|| "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু Debjani Basu




আটপৌরে ২/১/

১. নবজীবন

শস্যশরীর । স্বপ্নিল । কুঁড়েঘর ।
             প্রলেপিত
জীবনযাত্রার আলপথ চকচকে মমি।

২. নৌকাসময়

পাহাড় । কচুরিপানা । অহল্যা ।
             সঙ্গীতরত
নষ্ট পৃথিবীর সব জল।

৩. শেষ সঞ্চয়

চন্দ্রদ্বীপ । উৎসব । বসন্ত ।
               ঘুরছে
পেট্রোল থিতিয়ে পড়ছে অবশেষে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...