আটপৌরে কবিতাগুচ্ছ- ৭ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু Debjani Basu
আটপৌরে ৭
১. প্রাণবায়ু
রানিবাঁধ । শ্রীচৈতন্যচরিতামৃত । মেহগনিদল ।
ঝরঝরঝরনা
বারবার পড়ে যায় মনে।
২. মড়কজাল কাটো
ভাঙাগ্ৰাম । খুনোখুনি । শ্যাওলাদাম ।
বহমানতা
উড়ে যাক তীব্র জেহাদে।
৩. কাশগুচ্ছের বন্ধন
আড্ডাস্রোত । ছিন্নবিচ্ছিন্ন । হাহুতাশ।
ছোটাছুটি
আকাশে আকাশে জড়ানো শব্দমায়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন