সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ- ৬ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ- ৬ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু Debjani Basu





১. বিতর্কিত

নদীতির । আনমনা । ছাতিমগন্ধ ।
                 চিরকাল
শেষ লাইনটি অসামান্য করছে।

২. জরুরি পরিষেবা

ঈর্ষা। ট্রেকার । রাজপথ ।
           প্রেম
তেঁতো আর মিষ্টি ঝড়।

৩. জোগান

বেবিফুড । লিপস্টিক । বিস্কুট ।
                 তর্জমায়
তুমি আমি সমান দক্ষ।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...