আটপৌরে কবিতাগুচ্ছ- ৩ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু
আটপৌরে কবিতাগুচ্ছ- ৩
১. হেডিং ছাড়া
খবরকাগজ। বিবাহ। নিমন্ত্রণ।
ভাঙছে
ভাপা রান্নার নিয়ম-কানুন সংসারে।
২. অসম্পাদিত
ফিল্মিগান। নারীভাগ্য। মোহরমঞ্চ।
ঠারেঠোরে
মাতাল তরণীতে চড়ে বসেছিলাম।
৩. রক্তকণিকার প্রাবল্য
ভ্রূ । অমলেট । হৃৎপিণ্ড ।
সুখ্যাতি
ছড়িয়ে মৃগনাভির কাছাকাছি এলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন