শব্দব্রাউজ ১৪৮ || নীলাঞ্জন কুমার
শব্দব্রাউজ ১৪৮ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়া বিপাশা আবাসন কলকাতা ১১। ৪।২০২১ সকাল নয়টা দশ মিনিট । এই বয়সে কোন অধিনস্ত হওয়া পোষায় না। যেমন ইচ্ছে থাকতে চাই। নির্ভাবনায় আনন্দে উচ্ছ্বাসে ।
শব্দসূত্র: যেমন আছি থাকতে দাও
এই যেমন আছি ঠিক তেমনি
আজীবন রয়ে যাবার ইচ্ছে
নিয়ে দিব্য । যেমন থাকতে চাই
তেমনি নিরুদ্বিগ্ন হয়ে থাকার ইচ্ছে
আজীবন । কোন কৌশল নয়, শুধু
প্রাণনা মিশিয়ে বাঁচা বড় দরকারি ।
যেমন থাকতে চাই তেমন কি সত্যি থাকা
যায় ? সব যন্ত্রণা কোথা থেকে ছুটে
আসে? কোথা থেকে গড়ে ওঠে উদ্বেগ ।
এসব সরিয়ে মুক্ত হওয়ার ক্ষমতা আমার
নেই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন