শব্দব্রাউজ ১৫১ || নীলাঞ্জন কুমার
শব্দব্রাউজ ১৫১ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়া বিপাশা আবাসন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট । ' রাখে হরি মারে কে ' প্রবাদটি বারবার ঘুরে ঘুরে মনে আসছে । সত্যি কি এসব হরি করে?
শব্দসূত্র: রাখে হরি মারে কে
রাখে হরি কিন্তু হতাশায়
রাখে হরি বিবর্ণ যন্ত্রণায়
রাখে হরি অপার্থিব লালসায়
রাখে হরি প্রিয়তায় প্রাণনায়
মারে কে? সে কি হরি?
মারে কে? অজ্ঞাত শক্তি?
মারে কে ? অলিখিত সময়ে?
মারে কে? সংহার ছলে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন