শব্দব্রাউজ ১৫০ || নীলাঞ্জন কুমার
শব্দব্রাউজ ১৫০ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়া বিপাশা আবাসন কলকাতা ১৩। ৪ । ২০২১। সকাল ৭টা ৪৫ মিনিট। আমি আমার মতো হওয়া কোন দোষের নয় । আমার নিজের মতো করে থাকা আমায় অক্সিজেন দেয় ।
শব্দসূত্র : আমি আমার মতো
আমি ছুটে চলি, সারাক্ষণ পজিটিভ থাকি ।
আমৃত্যু শান্তি আনন্দ ছুঁয়ে বাঁচার ভেতরে যে
জীবনানন্দ তাকে আস্বাদন করি ।
আমার সব লজ্জা ছুঁড়ে ফেলে কেমন বেঁচে আছি ।
সত্যি আমি আমার মতো । প্রিয়তর চিন্তাধারার ভেতর
দিয়ে কেমন গড়ে উঠছি !
আমার মতো স্বপ্ন দেখা মানুষ ক' জন আছে । আমি
আমার মতো থাকতে থাকতে শিখে গেছি নির্ভুল বাঁচা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন