কবি পবিত্র মুখোপাধ্যায় প্রয়াত
প্রয়াত হলেন কবি পবিত্র মুখোপাধ্যায়। তাঁর শবযাত্রা ও ইবলিশের আত্মদর্শন স্বার্থক দীর্ঘ কবিতার নিদর্শন। ১৯৫৭ সালে প্রকাশ করেন ‘কবিপত্র’ নামে কবিতা পত্রিকা। দীর্ঘ ৬২ বছর ধরে তিনি আন্তরিকতার সঙ্গে ওই কবিপত্র প্রকাশ করেন। কবির প্রথম বই ‘দর্পনে অনেক মুখ’ । কবি পবিত্র মুখোপাধ্যায় অবিভক্ত বাংলার বরিশাল জেলার আমতলীতে জন্মগ্রহণ করেন। পিতার নাম রোহিনী কান্ত মুখোপাধ্যায় এবং মাতা যোগমায়া দেবী। প্রথম জীবনে কিছুদিন চেতলা বয়েজ স্কুলে শিক্ষকতা করেছেন। পরে দক্ষিণ চব্বিশ পরগনার বিদ্যানগর কলেজে অধ্যাপনা করেন। সেখানে বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করেন। ২০০০ সালে এই কলেজ থেকে তিনি অবসর নেন ৷ ২০০৯ সালে কবি পান রবীন্দ্র সাহিত্য পুরষ্কার। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে - শবযাত্রা, হেমন্তের সনেট, আগুনের বাসিন্দা, ইবলিশের আত্মদর্শন, অস্তিত্ব অনস্তিত্ব সংক্রান্ত, দ্রোহহীন আমার দিনগুলি, অলকের উপখ্যান, আমি তোমাদের সঙ্গে আছি, পশুপক্ষি সিরিজ, ভারবাহীদের গান, আছি প্রেমে বিপ্লবে বিষাদে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন