বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

শব্দব্রাউজ ১৫৮। নীলাঞ্জন কুমার

  শব্দব্রাউজ ১৫৮। নীলাঞ্জন কুমার



 
শব্দব্রাউজ ১৫৮ । নীলাঞ্জন কুমার



তেঘরিয়ার বিপাশা আবাসন কলকাতা ২১।৪।২১ সকাল ৭টা ৪৫ মিনিট । জীবনানন্দের ' হায় চিল '
কবিতাতে ' বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে ' বারবার মনে উঠে আসছে । সেই চোখ কি আমি দেখেছি ।


শব্দসূত্র:  বেতের ফলের মতো ম্লান চোখ


বেতের ফলের মতো চোখ
প্রেম ডেকে আনে । রাজকন্যাদের
চোখ কি সেরকম?  সে প্রেম চিলেরা
কি বোঝে  ?


ম্লান চোখ জুড়ে ঘিরে থাকে আকাঙ্ক্ষা ।
কাঁসাই এর হাঁটু ডোবা জলের ওপরে
চিল ওড়ে না । চাই ধানসিড়ি , যার ভেতর
ছুঁয়ে থাকে মন,  উদগ্রীব ম্লান চোখের আকর্ষণ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...