শব্দব্রাউজ ১৫৫। নীলাঞ্জন কুমার
তেঘরিয়ার বিপাশা আবাসন কলকাতা ১৮।৪। ২০২১। সকাল আটটা দশ মিনিট । পরান যাকে চায় তা কি পাওয়া যায় ? না পাওয়ার দুঃখ চেপে বসে ।
শব্দসূত্র: পরান যাকে চায়
কেন যে সহজ সরল পথ
পরান চায় না? অপার্থিব
কামনা যত আমার সঙ্গে ।
যাকে চাই তা যখন হাত
থেকে সরে সরে যায়, তার দুঃখ
কাকে বোঝাব ?
মন চায় সারাক্ষণ হাজারো
নিজস্বতা নিয়ে কাটুক । পরিস্থিতি
কি করতে দেয় ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন