শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

করোনা সচেতনতা || ড. শান্তনু পাণ্ডা

 করোনা সচেতনতা 

ড. শান্তনু পাণ্ডা 



আজ (09/04/2021)সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে বিকেল ৫ টায় মেদিনীপুর শহরের কলেজ মোড় থেকে ক্ষুদিরাম বসু মোড় পর্যন্ত দ্বিতীয় বছরের করোনার প্রকোপ বাড়ছে দেখে এক সচেতনতা বার্তা দেয়। কলেজ মোড় ও ক্ষুদিরাম মোড়ে পথ সভা করা হয়। পথ চলতি মানুষ কে মাস্ক ও স্যানিটেশন দেওয়া হয়।

করোনার করাল গ্রাস থেকে মানুষ সচেতন করার জন্য ফাউন্ডেশনের এই  উদ্যোগ। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিন্টু সাউ, প্রধান উপদেষ্টা গোপাল সাহা, সম্পাদিকা পারমিতা সাউ, ডিরেক্টর ডঃ শান্তনু পাণ্ডা, সদস্য রাকেশ দাস

শোভন রানা, অরুন পাল, মুক্তি গিরি, মন্টু সাউ, সন্দীপ দাস। দ্বিতীয় পর্যায়ে করোনা প্রকোপ রক্ষা পেতে এই উদ্যোগ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...