শব্দব্রাউজ ১৪৪ || নীলাঞ্জন কুমার
শব্দব্রাউজ ১৪৪ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়ার বিপাশা আবাসন সকাল ৯টা ৪৫ মিনিট । জীবন মরণ এক দোলায় দোলে । শুধু জীবন আনন্দের মরণ দুঃখের ।
শব্দসূত্র: জীবন মরণের সীমানা
জীবন যখন শব্দ করে তখন
সব আনন্দ সেখানে । জীবনের মধ্যে
জীবন্ত থাকার বাসনা সকলের ।
জীবন তাই আনন্দের ।
মরণ জুড়ে শুধু বিষাদ । মরণ
পৃথিবীর ভেতর নিষ্ঠুর আবর্জনা ।
দুই সীমানা মাঝে এক শূন্যতা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন