চ্যাটমোড-এ লেখা কবিতা
অভিজিৎ দাসকর্মকার
২]
ঘটনাগুলো ব্রেশিয়ারের অন্ধকারে আত্মসমর্পণ করলো | পিয়ার্স সাবান মাখবো ~(?) ~নাকি আরো গভীর রাতে, লাফ মেরে সাদা কাগজে ন্যাগিং করবো
চলো, ঝাঁপ দিই | লাফ দড়ি / টানাটানির হিসেবে ঢেউয়ের গার্গেল |
ড্যাবড্যাবে সাওয়ার~ অঙ্গ ছেড়ে পালিয়ে যাচ্ছে প্রত্যঙ্গের হোমো-বাথ সিন |
মনের পাশে বিস্তীর্ন সীমাবদ্ধতা | ডুয়াল সিটিজেনসিপ পাওয়া সদ্য বয়ঃসন্ধি | দরকচা দৃশ্যগুলো শরম-হায়া হারিয়ে ~চুনরি/ সিসিটিভি /য-ফলা ভেঙে
||
বিছানা করা হচ্ছে,→ এবার
\
নহবত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন