চ্যাটমোড-এ লেখা কবিতা
অভিজিৎ দাসকর্মকার
৬]
পকেটের নক্সায় চালচুলোহীন রাত | মননের ভিতর শটশার্কিট |
ভালোবাসা = 2πr ≠ অতিরিক্ত ডাউটফুল চরিত্র
↓
শরীরের বিষমবাহু প্রবচনে বাবাজীকা গ্যান
জ্ঞানের বিনিময়ে > খিদে
নাইটক্লাবের পিছন-ঘরের দেয়ালে পিছন হয়ে দাঁড়ানো
||
মনের নীল কোণে মানবিক প্রশ্রয়ের মহিষ & অসুর
↓
focus দূরত্বে দাঁড়িয়ে খোবলান মাংস
আমি (এখন) = সম্ভাব্য মানিসক অন্ধকারে ঢেলে দেয়া শরীর |
'মনের নীল কোণে মানবিক প্রশ্রয়ের 'জাতীয় শব্দ ব্যবহার ভালো লাগলো।
উত্তরমুছুন