প্রলাপ
চিরঞ্জীব হালদার
জানেন একটাও চটকদার পোশাক আমার নেই।
কি আনন্দই না হতো মুচি বা সেলাই দোকানি
আমার বন্ধু হলে।
একটা কুৎসিত নারী মূর্তি কে প্রেমিকা ভাবার মধ্যে
মেঘেদের ষড়যন্ত্র ভাবলে কিই বা করার থাকতে পারে।
দিনের বেলা ঠোঁটে হালকা ক্রিম আর ওডোকলোন
লাগিয়ে চৈত্রের গাজনে লাথ খাওয়া প্রেমিকের
অভিনয়ে আসর জমিয়ে দেওয়ার পর
একজন ও কেঠো আইসক্রিম নিয়ে অপেক্ষা করেনা।
সমস্ত জেব্রা ক্রসিংয়ে ধুঁকতে থাকা দ্বিপ্রহর
আমার বান্ধব।
প্রকৃত পারিশ্রমিক না পাওয়া কোম্পোজার এর
সতর্ক অক্ষর বিন্যাস আমার অপ্রকাশিত পুস্তকের
প্রথম খসড়া।
ভূমি থেকে দাওয়ার দূ্রত্ব বসে কতদিন
লোপামুদ্রার রামায়ন শুনিনি।
আমি তো চিরকাল ব্যাক বেঞ্চার।
এসো মুগ্ধ চরাচর ।
কোন রংয়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন