স্বাদ || জয়ন্ত চট্টোপাধ্যায়
পরিযায়ী জলের রাখাল আঘাটা-বেঘাটা
দৌড় ছন্দহীন কুলুকুলু গান শ্যাওলার বাঁশি
কী সুর লিখেছো মায়া!বিজাতি ঠোঁটের বুক
ডেকে নিচ্ছো মায়াজাল জিভের পাপোশ
নরম তরল জাদুর পাকে গুবগুবি ডাক
মালা ছিঁড়ে পরকীয়া টান হাতছানি সিঁড়ি
সুখের নাগাল প্রবচন লেখো হে স্বজন ঢেউ
ত্বকের নরম সুখে খাবার ঢাকো পাতাজাল
বাঁধ না ভাঙে ঝিঁঝির কোরাস কামগন্ধ
বকের ঠোঁটের কাছে রেখেছো ব্যাঙের টোপ
ওরা বেশ ধার্মিকছল ফল ও আগুন নবীন মাটি
পাওয়ারটিলার-খিদের রোপন বর্গি সামাল
গোপন ফসল পায়রা-কসাই দিনে মেঘবেলা
মোমের ছুরিটি জানে রক্তরং স্বাদ
বিশ্বাস গাছ ভাঙে ঢেউ আগুন আগুন।
গোপেশ্বরপল্লি, বিষ্ণুপুর,বাঁকুড়া - ৭২২১২২
কথা - ০৭০০১৪৫৬৭২১/০৯৭৩২২৩৭৬০৮
ই-মেইল : chattopadhyayjayanta59@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন