শব্দব্রাউজ ১৪৯ || নীলাঞ্জন কুমার
শব্দব্রাউজ ১৪৯ । নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়া মেন রোড কলকাতা ১২।৪। ২০২১। সকাল সাড়ে আটটায় । দিনগুলো ডোরা কাটা ভাবে আমার সামনে আসে । যেন জেব্রা ক্রসিং । সমঝে চলতে হয় ।
শব্দসূত্র: ডোরা কাটা দিন
ডোরা আঁকা সময় যেন ট্রাফিক সিগন্যালের
মতো ছুঁয়ে যায় । এ নিয়ন্ত্রণ বড় দরকার ।
ছুটে চলা জীবনে সামান্য বিরতি ।
কেটে যাওয়া সময়ের ভেতরের ঘটনা
গল্পকথা হলে তবে আনন্দ ।
দিন এভাবে গড়ে ওঠে অবিরাম ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন