বুধবার, ২১ এপ্রিল, ২০২১

শব্দব্রাউজ ১৫৭। নীলাঞ্জন কুমার

 শব্দব্রাউজ ১৫৭। নীলাঞ্জন কুমার



 শব্দব্রাউজ ১৫৭ । নীলাঞ্জন কুমার

তেঘরিয়ার বিপাশা আবাসন কলকাতা ২০।৪।২০২১ সকাল সাড়ে সাতটায় । আমরা তালি বাজাই আনন্দে। দুঃখে আসে কান্না ।


শব্দসূত্র:  দে তালি

দে আমার পূর্ণতা,  দে আমায় বিস্তার ।
এ প্রার্থনা সারাক্ষণ মনে মনে । শুধু গরিমা
নয়,  প্রকৃত মানুষ হওয়ার মন্ত্র শিখে নিতে চাই ।


তালি বাজিয়ে ঘরময় শব্দ ছড়াই ।
তখন নিজেকে বড় সুস্থ লাগে । তালি
বাজিয়ে দুঃখকে আসতে বারণ করি ।
স্থায়ীভাবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...