মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

শব্দব্রাউজ ১৫৬। নীলাঞ্জন কুমার

 শব্দব্রাউজ ১৫৬। নীলাঞ্জন কুমার



 শব্দব্রাউজ ১৫৬। নীলাঞ্জন কুমার

তেঘরিয়া মেন রোড কলকাতা  বিপাশা আবাসন ১৯। ৪। ২১ সকাল আটটায় । সুখ দুঃখ ঘেরা জীবন উপভোগ করতে  শক্তি প্রয়োজন ।


শব্দসূত্র  : জীবনের দুই কূল


জীবনের সমস্ত সময়
স্বপ্ন নিয়ে গড়া যায় না ।
জীবন রহস্য মিনিট ঘন্টা
সেকেন্ডে মিলিয়ে নতুন
কিছু সমাধান শেখায় ।


একূল ভেঙে ওকূল গড়ার
যে পরিস্থিতি তা স্বাভাবিক ।
দুকূল আমার কাছে সমান
উপভোগ্য । সন্ধান করি আর
সন্ধান করি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...